Indian Prime Time
True News only ....

আচমকা মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর চলল হামলা

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ এবার সরাসরি মুখ্যমন্ত্রীর উপরেই হামলার চেষ্টা। মণিপুরের  ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে জাতীয় সড়কের উপর একদল দুষ্কৃতী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল। হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী মোইরাংথেম আজেশ নামে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী। আর বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা তিনি। তাঁর ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে আজেশের।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

জানা গিয়েছে, এ দিন সকালে মণিপুরের কাঙ্গপোকপি জেলায় মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ের উপরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারান। ধর্ষণ, খুনের মতো নৃশংস অপরাধের নানা ঘটনাও উঠে এসেছিল বারংবার। বছর কাটতে না কাটতেই, ফের একবার উত্তপ্ত মণিপুর। চলতি সপ্তাহেই মণিপুরের জিরিবামে হিংসা ছড়ানোর অভিযোগ আসে। গত ৬ জুন এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনাতে কেন্দ্র করে জিরিবামে প্রায় ৭০টিরও বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক সরকারি দফতরেও আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে শতাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored