নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ এবার সরাসরি মুখ্যমন্ত্রীর উপরেই হামলার চেষ্টা। মণিপুরের ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে জাতীয় সড়কের উপর একদল দুষ্কৃতী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল। হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী মোইরাংথেম আজেশ নামে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী। আর বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা তিনি। তাঁর ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে আজেশের।
জানা গিয়েছে, এ দিন সকালে মণিপুরের কাঙ্গপোকপি জেলায় মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ের উপরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।