নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মালবাজারে কুমলাই চা বাগানের নয় নম্বর সেকশনে হঠাৎই একজন যুবকের ঘাড়ের উপর এক চিতাবাঘ ঝাঁপিয়ে পড়লো। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই যুবক চা বাগানে গরু আনতে গিয়েছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে চা বাগানের ঝোপে বসে থাকা একটি চিতাবাঘ ওই যুবকের হামলে পড়ে। আর চিতাবাঘের থাবা বসানোর ফলে ওই যুবকের ঘাড়ের মাংস উঠে যায়। এরপর ওই যুবক কোনোক্রমে নিজের ঘাড় থেকে এক ঝটকায় চিতাবাঘটিকে ফেলে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তড়িঘড়ি ওই যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে চা বাগানের শ্রমিকরা কাজে যেতে রিতীমতো ভয় পাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here