নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন লাগে। তবে এক্সপ্রেসটি থেকে সব যাত্রীরা নেমে যাওয়ার প্রায় দু’ঘন্টা পরে আগুন লাগায় কেউ হতাহত হননি।
সূত্রের খবর, স্টেশনে দাঁড় করানো এক্সপ্রেসের কামরা থেকে হঠাৎই গলগল করে ধোঁয়া বেরোতে থাকলে গোটা স্টেশন চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। কিন্তু আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ রা জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যু হয়। আর এরপর থেকে বেশ কয়েকটি ট্রেনে আগুন-আতঙ্কের খবর প্রকাশ্যে এসেছে।
যেমন ওড়িশার ব্রহ্মপুরে সেকেনদরাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুনের আতঙ্ক ছড়ায়। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার ভরওয়াড়ী স্টেশনের কাছে শিয়ালদহ-অজমের এক্সপ্রেসের একটি কামরায় ধোঁয়া দেখা যায়। এছাড়া ওড়িশার নৌপাড়া জেলায় দুর্গ-পুরী এক্সপ্রেসেও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।