নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে তৃণমূল নেতা দীপক অধিকারী তথা অভিনেতা দেবের হেলিকপ্টারে বিপত্তি ঘটে। তাই যান্ত্রিক ত্রুটির জেরে হেলিকপ্টারটিকে মালদাতেই জরুরী ভিত্তিতে অবতরণ করানো হয়। তবে দেব সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। মালদা থেকে ওড়ার প্রায় দশ মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটে।
ঘাটালের প্রার্থী দেব তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে গোটা রাজ্য ঘুরছেন। আজ তাঁর মালদার রতুয়া থেকে প্রচার সেরে মুর্শিদাবাদ পৌঁছানোর কথা ছিল। সেই অনুযায়ী, মালদায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শেষ করে হেলিকপ্টারে উঠে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উড়ে যান। কিন্তু আকাশে উঠতেই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। হেলিকপ্টারটির চারিদিক ধোঁয়ায় ভরে যায়।
এর জেরে দেবের হেলিকপ্টার মালদাতেই জরুরী ভিত্তিতে অবতরণ করানো হয়। পরে দেব জানান, “কোনো রকমে বেঁচে গিয়েছেন।” অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির খবর পেয়ে তাঁর সাথে যোগাযোগ করেছেন।