নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লির মালব্য নগর এলাকায় ছুরির এলোপাথাড়ি কোপে ছুরিকাহত হয়ে খুন হয়ে গেলেন শাহপুর জাঠ এলাকার ময়াঙ্ক পনওয়ার নামে এক জন যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মালব্য নগর থানায় ফোন মারফত খবর আসে যে, বেগমপুরের ডিডিএ মার্কেটে একজন যুবক আক্রান্ত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত ময়াঙ্ককে এইমসে ভর্তি করলে কিছুক্ষণ পরেই মারা যান। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে তার বন্ধু বিকাশ পনওয়ারকে জিজ্ঞাসাবাদ করেন। কারণ ওই দিন বিকাশ ময়াঙ্কের সাথেই ঘটনাস্থলে ছিলেন।
বিকাশ পুলিশকে জানান যে, সন্ধেবেলা তিনি ও ময়াঙ্ক মালব্য নগরের বেগমপুর এলাকায় বসে থাকার সময় কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের ঘিরে উল্টোপাল্টা তর্কবিতর্ক শুরু করেন। এরপর আচমকা ওই ব্যক্তিরা পাথর ছুঁড়তে শুরু করে। এরপর দ্রুত ময়াঙ্ক ও বিকাশ ঘটনাস্থল থেকে পালাতে গেলে ওই ব্যক্তিরাও পিছু ধাওয়া করে।
তারপর শেষ অবধি ময়াঙ্ককে ধরে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনাটির চিরুনি তদন্ত শুরু করেছেন। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার সাথে সাথে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছেন।