নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় গুঁড়ো সাবান তৈরীর কারখানায় ভয়াবহ আগুন লেগে উত্তেজনক পরিস্থিতি তৈরী হয়।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যাবেলা কারখানার কর্মীরা কাজ সেরে বেরোনোর সময় কারখানার গুদাম থেকে ধোঁয়া দেখতে পেলে প্রথমে কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ না হওয়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে ডাবগ্রাম ও শিলিগুড়ি অগ্নিনির্বাপণ কেন্দ্র থেকে প্রথমে দু’টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনবার চেষ্টা করে। পরে আগুনের তীব্রতার জেরে দমকলের ছ’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, গুঁড়ো সাবানের প্যাকেটের ভেতর যে পুরষ্কারের কুপন থাকে সেই কম্বল জাতীয় পুরষ্কার যে ঘরে মজুত করে রাখা হয় সেই ঘরেই আগুন লাগে। ওই কারখানার একটি জায়গায় রাসায়নিক জমা করা হয়। আশেপাশেও বহু দাহ্য পদার্থ মজুত আছে।
Sponsored Ads
Display Your Ads Here