নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ একটানা বৃষ্টিতে আজ বাঁকুড়া শহরের ছয় নম্বর ওয়ার্ডের ইঁদারাগোড়া এলাকায় একটি পুরোনো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই তুমুল হইচই পড়ে যায়। তবে এলাকাবাসীদের তৎপরতায় ওই বাড়িতে ভাড়া থাকা প্রায় চারটি পরিবারের সদস্যেরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আপাতত ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বহু দিন থেকে বাড়িটির সংস্কার হয়নি। মাঝেমধ্যেই বাড়িটির পলেস্তরা খসে পড়লেও বিকল্প আস্তানা না পাওয়ায় ভাড়াটেরা বাধ্য হয়ে বিপজ্জনক বাড়িটিতে বসবাস করতেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অতি সম্প্রতি বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে বাড়িমালিক ও বাসিন্দাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো পক্ষই কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এছাড়া দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে ঘটনাস্থলে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার পর পুরসভার তরফে ওই তিনটি বাড়ির বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বিপজ্জনক বাড়িতে বসবাসকারীদের মধ্যে রাহুল শর্মা নামে এক জন বলেন, ‘‘আশি বছর ধরে এখানে আমাদের পরিবার ভাড়াটে হিসাবে রয়েছে। বহু দিন ধরেই বাড়িটির অবস্থা খারাপ। সেটা বাড়ির মালিকও জানেন। তবে তিনি বাড়িটি সংস্কার না করে আমাদের বাড়ি ছেড়ে দিতে বলেন। কিন্তু অন্যত্র ভাড়া বেশী হওয়ায় নিরুপায় হয়েই এখানে বসবাস করছিলাম। বাড়ি ধসে পড়ায় এখন আমরা মাথার উপর ছাদ হারালাম।’’
Sponsored Ads
Display Your Ads Here