নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মুম্বইয়ের পশ্চিম বরিভালিতে সাইবাবা নগর এলাকায় হঠাৎই একটি পাঁচ তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এখনো অবধি এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আর বাড়ির ধ্বংসস্তূপে কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
দমকল আধিকারিকরা জানিয়েছেন, “বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল। সেই কারণে আগেই বাড়িটি খালি করা হয়েছিল। কিন্তু বাড়িটি ভেঙে পড়ার পর কেউ আটকে রয়েছেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত হতে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।”