পিঙ্কি পালঃ কলকাতাঃ কলকাতার নিউটাউন সংলঘ্ন হাতিশালার কাছে একটি মাঠের মধ্যে ভয়ানক আগুন লাগে। হঠাৎ করে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সমগ্র অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আচমকাই বৃহস্পতিবার নিউটাউন সংলঘ্ন হাতিশালা এলাকার নিকটবর্তী একটি বেসরকারী কোম্পানীর অধীনে থাকা একটি মাঠের মধ্যে ঘাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই গোটা মাঠ জুড়ে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। যা দেখে আঁতকে ওঠেন উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।
শীঘ্রই স্থানীয়রা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছাতে দেরী করায় প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষমেশ সল্টেক, বিধাননগর থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে হাজির হয়৷ আর দমকল কর্মীদের তৎপরতায় পুরো আগুন নিভিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটে তা নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। সম্পূর্ণভাবে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।