রাজ খানঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর বেলতলা বাজারে কলেজ ছাত্রীকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছুরি মেরে পালালোর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রী তার অনলাইনে পরীক্ষা শেষ করে মাকে আনতে স্কুটি করে দেবীপুর গিয়েছিল। আচমকা সেই সময় স্কুটির ওপর বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে ওই কলেজ ছাত্রীর পেটে ছুরি মেরে পালিয়ে যায়। সেই মুহূর্তে আশেপাশে কোনো লোকজন না থাকায় সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=ywKpRLioJcQ
Sponsored Ads
Display Your Ads Hereসেই মুহূর্তে ওই কলেজছাত্রী তার সহপাঠীকে ফোন করে ঘটনার কথা জানায়। এরপর তৎক্ষণাৎ ওই সহপাঠী ও সহপাঠীর ভাই ঘটনাস্থলে আসে। তারপর এলাকার মানুষের সহযোগীতায় গুরুতর জখম ওই কলেজ ছাত্রীকে মেমারি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মেমারি হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।