Indian Prime Time
True News only ....

হাসপাতালে ঢুকে আচমকা এলোপাথাড়ি ছুরি চালালেন ১ ব্যক্তি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ চীনঃ ১০০ বছরের পুরনো চীনের সাংহাইয়ের রুজিন নামে একটি হাসপাতালে ঢুকে এক জন ব্যক্তি এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করেন। আর আট তলায় কয়েক জন রোগীকে পণবন্দিও করলেন। এছাড়া ওই রোগীদের খুন করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চার জন আহত হয়েছেন।  

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আজ সকালবেলা ওই হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়, এক জন ব্যক্তি সেখানে ছুরি নিয়ে হামলা করেছেন। এই ঘটনায় হাসপাতাল জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। বহির্বিভাগের রোগীরা দৌড়াদৌড়ি করতে থাকেন। আবার চিকিৎসকেরা রোগীদের হুইল চেয়ার ঠেলে ছুটতে শুরু করেন। 

এক জন চিকিৎসককে তো রোগীর শয্যা ঠেলতে ঠেলতে দৌড়াতেও দেখা গিয়েছে। এমনকি হাসপাতালের মেঝেতে চাপ চাপ রক্ত ছড়িয়ে থাকতেও লক্ষ্য করা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে ধরতে গেলে পাল্টা গুলি চালায়। কিন্তু বেশ কিছুক্ষণ পর ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে আহতদের অবস্থা স্থিতিশীল হলেও পুলিশ হাসপাতালটিকে ঘিরে রেখেছেন। এদিন বহির্বিভাগের সমস্ত রোগীর অ্যাপয়েন্টমেন্টও বাতিল হয়েছে। কিন্তু এখানকার হাসপাতালে হিংসার ঘটনা নতুন নয়। এই দেশের হাসপাতালগুলোতে দালাল চক্র সক্রিয় থাকায় রোগীরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হন।

ফলে অনেক সময় পরিষেবার জন্য মোটা অংকের টাকা গুনতে হয়। এই নিয়েও রোগী ও তার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। অনেক সময় চিকিৎসককে মারধরও করেন। যদিও হাসপাতালে এমন পণবন্দির ঘটনা বিরল। গত জুন মাসে লকডাউন ওঠার পর এই নিয়ে দ্বিতীয় বার এই শহরে প্রকাশ্যে ছুরি চালানো ঘটনা ঘটেছে।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored