অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।
কিছু দিন আগেই সুবীরেশ ভট্টাচার্য নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দাবী করেছিলেন, “তাঁর আমলে কোনো নিয়োগ দুর্নীতি হয়নি।” আর ওই দিন সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
আজ বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে ওই ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়। আর তিনি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রসঙ্গত, চার বছর এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল অবধি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে জানতেই সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here