মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শনিবার উত্তর চব্বিশ পরগণার বাগদা ব্লকের বেয়াড়া হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে পড়ুয়ারা বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পড়ুয়াদের অভিযোগ, “প্রধান শিক্ষক স্বপন দত্ত উন্নয়ন নিয়ে ভাবেনই না। বিদ্যালয়ে ঠিকঠাক পড়াশোনা হয় না। এমনকি গত এক বছর ধরে বিদ্যালয়ের বিদ্যুৎয়ের বিল জমা না দেওয়ায় শুক্রবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ এর লাইন কেটে দিয়েছে।” তাই পড়ুয়ারা এর প্রতিবাদে এক প্রকার বাধ্য হয়ে স্বপন দত্তর বিরুদ্ধে অপসারণ চেয়ে বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায়।
Sponsored Ads
Display Your Ads Here
বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সঞ্জয় দে জানান, “দীর্ঘদিন ধরে শিক্ষক স্বপন দত্ত পরিচালন কমিটিকে কোনো হিসাবপত্রও দেখান না। হিসাব চাইতে গেলে না দেখিয়ে চলে যান। বিদ্যালয়ের বিদ্যুৎয়ের বিল দেওয়ার টাকা থাকলেও বিদ্যুৎয়ের বিল জমা দেননি, সেই কারণে পড়ুয়ারা বাধ্য হয়েই পথে নেমেছে।” যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে কোনো কথাই বলতে চাননি।
Sponsored Ads
Display Your Ads Here