Indian Prime Time
True News only ....

আরো ১ ছাত্রকে গ্রেফতারীর প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

রায়া দাসঃ কলকাতাঃ যাদবপুরকাণ্ডে পুলিশ আরো এক জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌপ্তিক চন্দ্র। সূত্রের খবর, গত ১ লা মার্চ রাতেরবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ড ঘটে যায়। তা নিয়ে ওই মামলাতেই আজ বিকেলবেলা যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারও করা হয়।

জানা গিয়েছে, ঘটনার রাতে ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন সৌপ্তিক সহ আরো কয়েক জন পড়ুয়াকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। ওই তলবে সাড়া দিয়ে পড়ুয়ারা মিছিল করে থানায় গেলে একে একে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যাবেলার পর পুলিশের হাতে সৌপ্তিক গ্রেফতার হতেই যাদবপুরের পড়ুয়াদের একাংশ থানার সামনে বিক্ষোভ দেখায়। আর দাবী তুলে জানায়, “পুলিশ মিথ্যা মামলায় পড়ুয়াদের হয়রানি করছে। থানায় যা অভিযোগ জায়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে না। থানার সামনেই স্লোগান দিয়ে গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত ১ মার্চ তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই সম্মেলনকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। সম্মেলনে গিয়ে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যেরা। দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে। আবার পড়ুয়াদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। ওই রাতেই ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়।

সেই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। যাদবপুরকাণ্ডের পরের দিনই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সাহিল আলিকে গ্রেফতার করা হয়েছে। যদিও পরে আদালত থেকে জামিন পান তিনি। ওই একই মামলায় গত ১২ মার্চ সৌম্যদীপ ওরফে উজান নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হয়।

তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। কিন্তু তার পরই তাঁকে আবার গ্রেফতার করতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। উল্লেখ্য, ক্যাম্পাসে ‘আজ়াদ কাশ্মীর’ পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় আবার সৌম্যদীপকে গ্রেফতার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored