অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায়। ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের দিকে। অভিযোগ, “গতকাল বিকেলে আচমকা কাউন্সিলর ঘনিষ্ঠ সালমান খান (ডাক নাম ভিকি) দলবল নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সংলগ্ন ইন্দ্রানী পার্কে হামলা চালাতেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়।”
এই হামলার শিকার ছাত্রীরাও হয়েছেন। এমনকি সালমান ও তার অনুগামীরা মারধরের পাশাপাশি খুন এবং ধর্ষণের হুমকিও দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। চারু মার্কেট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের নিজেদের গাড়িতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। আক্রান্ত এক জন ছাত্রীর কথায়, “কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ছেলেরা এসে আমাদের মারতে শুরু করে। বিনা কারণেই মারধর করে।” আরেক জন জানায়, “আমাদের লাথি মেরেছে। বলেছে কলেজে থাকলে মেরে দেব, কেটে রেখে দেব। তোদের ফোটো তোলা আছে। আরও অনেক নোংরা নোংরা কথা বলেছে।”