নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামাপদ দত্ত স্মৃতি বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বছরভর খোলা আকাশের নীচে পঠন-পাঠন চলে। আবার কখনো গাছতলাতেও পঠন-পাঠন করানো হয়। যা নিয়ে অভিভাবকরা অত্যন্ত ক্ষুব্ধ।
অভিযোগ উঠছে, এই বিদ্যালয়ের ছাদ থেকে সিমেন্টের আস্তরণ খসে খসে পড়ছে। দেওয়ালের অবস্থাও খুব খারাপ। বিদ্যালয়টিকে মেরামত করার জন্য বার বার পরিদর্শকের অফিস থেকে বিডিও অফিসে জানানো হলেও প্রশাসনের কোনো অনুদান মেলেনি। গত কয়েক মাস আগেই ছাদের চাঙড় ভেঙে এক জন ছাত্রী গুরুতর আহতও হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
তাই কোনো উপায় না পেয়েই শেষ অবধি শতাধিক পড়ুয়া নিয়ে খোলা আকাশের নীচেই পঠন-পাঠন শুরু করা হয়। কিন্তু আগামী দিনে এখানে ক্লাস হবে কিভাবে তা ভেবেই অভিভাবকরা চিন্তিত। আর যদি এভাবে চলতে থাকে তাহলে অভিভাবকদের বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ে নিয়ে যেতে হবে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code