নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ এবার দক্ষিণের রাজ্য কেরলের ভাটাকারার কাছে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার জেরে বাতানুকুল কামরার জানালার কাচ ভেঙে পড়েছে। বন্দে ভারত এক্সপ্রেসটি কাসারাগোদ থেকে তিরুঅনন্তপুরম যাচ্ছিল।
উত্তর কান্নুর জেলায় দু’টি ট্রেনের উপর পাথর হামলার পর তিন দিনের মধ্যে গতকাল আবার এক্সপ্রেসটি আক্রান্ত হয়েছে। রেল সূত্রে খবর, এদিন বিকেলবেলা ৪ টে ৩০ মিনিট নাগাদ এক্সপ্রেসের সি-৮ কামরার একটি জানালা লক্ষ্য করে ঢিল ছুটে আসলে ঢিলের ঘায়ে শীততাপ নিয়ন্ত্রিত কামরার জানালার কাচ ভেঙে যায়।
এই ঘটনার জেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কারোর কোনো আঘাত লাগেনি। আর ভেতরে কিছু ক্ষয়-ক্ষতিও হয়নি। এই ঘটনার পর এক্সপ্রেসটির ভাঙা জানালার কাচ লিউকোপ্লাস্টার দিয়ে সেঁটে দিলে এক্সপ্রেসটি আবার গন্তব্যস্থলে রওনা দেয়।