নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, রাজ্য সড়কের উপর দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি একটি মোটর সাইকেল করে যাতায়াতকারী দু’জন আরোহীকে সজোরে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন বাইক আরোহীর। আর গুরুতর আহত হয় অপর একজন।
এই পথ দুর্ঘটনায় মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে গিয়ে রাজ্য সড়ক অবরোধ করে। এলাকাবাসীদের দাবী, “জনবহুল এলাকা তিন মাথা মোড় হলেও বেশীরভাগ সময় এখানে ট্রাফিক পুলিশ থাকে না। তাই ট্রাফিক পুলিশ না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে”।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরেই উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেছেন, “প্রায়শই এই এলাকায় এই ধরণের দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনকে বারবার ট্রাফিক পুলিশ বসানোর কথা বলার পরে কোনো সুরাহা হয়নি”।
তারপরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও প্রায় ১ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধের জন্য যানজটেরও সৃষ্টি হয়।