একদম বিনামূল্যে এই ব্যবসা শুরু করে বাড়িতে বসেই উপার্জন করুন

Share

চয়ন রায়ঃ বাড়িতে বসে মোটা টাকা আয় করতে চান? তাহলে এই ব্যবসা শুরু করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো টাকা ইনভেস্ট না করেই বিপুল টাকা আয় করতে পারবেন। আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি খুলে বাড়িতে বসেই উপার্জন করতে পারবেন।

বর্তমানে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। সরকারী থেকে বেসরকারী সমস্ত কাজের জন্য আধার কার্ড থাকা বাধ্যকামূলক। ফলে আধার কার্ডে কোনো ভুল থাকলে শীঘ্রই সেটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এর জন্য আধার কেন্দ্র বা UIDAI এর ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে পরিবর্তন করা হয়।


কী করতে হবে ?


আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি চাইলে এর জন্য প্রথমে UIDAI এর তরফে আয়োজিত একটি পরীক্ষায় পাশ করতে হবে। এরপর সার্ভিস সেন্টার খোলার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে। পরীক্ষা পাশ করার পর আধার এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। তারপর কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করাতে হবে।


আবেদন করার নিয়ম-

আধার ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স নেওয়ার জন্য NSEIT ওয়েবসাইটে https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action যেতে হবে।

এখানে Create News User একটি অপশন রয়েছে যেখানে ক্লিক করতেই নতুন ফাইল খুলে যাবে।

এরপরে Share Code enter এন্টার করার কথা বলা হবে । Share Code এর জন্য https://resident.uidai.gov.in/offline-kyc গিয়ে অফলাইন ই-আধার ডাউনলোড করতে হবে।

ডাউনলোড হওয়ার পর XML File এবং Share Code দুটি ডাউনলোড হয়ে যাবে।

আবেদন করার সময় স্ক্রিনে একটি ফর্ম খুলে যাবে। সেটি ফিলআপ করে সাবমিট করে দিতে হবে।

ফোন এবং ইমেলে USER ID ও Password চলে আসবে। এর মাধ্যমে Aadhaar Testing and Certification পোর্টালে সহজেই লগ ইন করতে হবে। তারপরেই Continue এর অপশনে ক্লিক করতে হবে।

পরব্রতী ধাপে পুনরায় একটি ফর্ম খুলে যাবে। সেটি ফিলআপ করে নিজের ছবি এবং ডিজিটাল সই আপলোড করতে হবে। Proceed to submit form এ সমস্ত তথ্য সঠিক দেওয়া হয়েছে কিনা দেখে নেওয়া যেতে পারে।

এরপর পেমেন্ট করতে হবে। এর জন্য ওয়েবসাইটের Menu তে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট করার পর Please Click Here to generate receipt ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দেওয়ার পর এক থেকে দুই দিনের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয়বার লগইন করার সময় Book Center এ ক্লিক করে নিকটবর্তী সেন্টার সিলেক্ট করতে পারেন। তারপর এই সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে । আপনার থেকে দিন ও সময় জেনে পরীক্ষার দিন ঠিক করা হবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031