নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, ‘এখন থেকে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। কেন্দ্রীয় সরকার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে৷
এছাড়া সূত্রের ভিত্তিতে আরো জানা গিয়েছে যে, দীর্ঘকাল যাবৎ ২৪ শে জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয়ে ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন উদযাপন শেষ হত। এবার থেকে ২৪ শে জানুয়ারীর পরিবর্তে ২৩ শে জানুয়ারী থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীকে পরক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিল। গত বছর নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here