অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আজ এসএসকেএম হাসপাতালে শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির নাম সুশীল হালদার। বয়স ৪৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সুশীলবাবুর নাক-মুখ থেকে রক্তক্ষরণ শুরু হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বেড না মেলায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও ভর্তি করাতে না পারায় এদিন সুশীলবাবুর পরিবার সুশীলবাবুকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। এরপর সেখান থেকে চিঠি লিখে দেওয়ায় তাকে আবারও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালে ঢোকার সময় সুশীলবাবু অচেতন হয়ে পড়েন। তারপর জেনারেল সার্জারীর জন্য আউটডোরে পাঠানো হলে তখনই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়। এই ঘটনার পর আবারও স্বাস্থ্য পরিষেবা প্রশ্নের মুখে। যেখানে জুনিয়র চিকিৎসকরা বারবার সুপরিকঠামো, রেফারেল সিস্টেম নিয়ে সরব হয়েছিলেন তাহলে কি সেই কাজ কিছুই এগোয়নি? তাহলে এভাবেই কি আবারও প্রাণ হারাবে কোনো রোগী?