চয়ন রায়ঃ কলকাতাঃ নিয়োগের জন্য দীর্ঘ প্রায় নয় বছর থেকে চাকরীপ্রার্থীরা প্রতীক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই নিয়োগ জট কেটেছে। আর এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সম্প্রতি এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে। আর আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ১ লা অক্টোবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে। ৩ রা অক্টোবর থেকে আদালতের নির্দেশে কাউন্সেলিং শুরু হচ্ছে। ১৪ হাজারের বেশী শূন্যপদে নিয়োগ হবে। কিন্তু ধাপে ধাপে কাউন্সেলিং হবে। কোন দিন, কোন বিষয়ের কতজন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। ৩ রা ও ৪ ঠা অক্টোবরের পর আবার পুজোর পর ২৪, ২৫, ২৮ এবং ২৯ শে অক্টোবর হবে কাউন্সেলিং হবে।’
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। অর্থাৎ প্রায় নয় বছর পর চাকরীপ্রার্থীরা আশার আলো দেখছেন। হাইকোর্ট রায় দেওয়া পর নিয়োগে আর কোনো বাধা না থাকায় এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। বর্তমানে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ শে নভেম্বরের মধ্যেই ১৪ হাজার ৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরী সুনিশ্চিত করতে হবে। আর কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯।