কৃষকদের পাশে থাকার আশ্বাস রাহুল গান্ধীর
অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ সাংবাদিক বৈঠকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর বক্তৃতায় তিনি বলেছেন, “ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদেরদের উপর জোর করে নয়া কৃষি আইন লাঘব করেছেন। যা কৃষকদের উপর চরম ক্ষতি আনবে। তিনি রাষ্ট্রপতিকে এও জানিয়েছেন এই আইন কৃষক আইন বিরোধী”।
এছাড়াও তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ধনী ব্যক্তিদের ভালোর কথা ভেবে কাজ করেন। যার ফলে তাঁরা কেবল দেশজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করবে। এই দেশে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবে সে রাষ্ট্র বিরোধী বলে গণ্য হবে। তিনি কৃষকদের সাথে কোনোরকম পরামর্শ না করেই এই আইন চালু করেছেন। এই আইন পরিবর্তন না করা হলে কৃষকরা আন্দোলন চালিয়ে যাবে এবং গোটা দেশেরই চূড়ান্ত ক্ষতি হবে”।