Indian Prime Time
True News only ....

একই দেওয়ালে বিজেপি ও আইএসএফ প্রার্থীর নামকে ঘিরে জল্পনা তুঙ্গে

- sponsored -

- sponsored -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার ছয় নম্বর ব্লকের দক্ষিণ রায়পুর পঞ্চায়েত এলাকায় বিজেপি নির্বাচনে নির্দিষ্ট আসনে লড়াইয়ের জন্য প্রার্থী দিয়েছে। কিন্তু দেওয়ালে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর নামের পরে আইএসএফ প্রার্থীর নাম লেখা। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এই ঘটনায় ওই বিজেপি প্রার্থী তথা দলের ব্লকআহ্বায়ক সিরাজউদ্দিন পাইক অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জানান, ‘‘আমার নাম না লিখে আইএসএফের প্রার্থী সুলতান বৈদ্যর নামে প্রচার চালানো হচ্ছে। এমনকি সুলতানের নামে ব্যানারও তৈরী হয়েছে। আমাদের কর্মীরা এরকম করলেন কেন তা বলতে পারছি না। গোটা বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে আইএসএফের অবশ্য দাবী, ‘‘ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে।’’ আর আইএসএফের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুলতান বৈদ্য বলেন, ‘‘আমি আইএসএফের প্রার্থী হিসাবেই ভোটে লড়াই করছি। ভুল করে বিজেপি কর্মীরা আমার নাম লিখে ফেলেছিলেন। তাদের সঙ্গে আমার কোনো চুক্তি বা গোপন বোঝাপড়া নেই। ইতিমধ্যে দেওয়াল মোছার কাজও শুরু হয়েছে।’’

এদিকে তৃণমূলের কথায়, ‘‘বিজেপি ও আইএসএফের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ।’’ পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা রুহুল কুদ্দুস গায়েন বলেছেন, ‘‘তৃণমূলকে হারাতে ওরা গোপনে জোট করেছিল। এতদিন লুকিয়ে রেখেছিল, এখন তা প্রকাশ পেল।’’

বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল রাজ জানিয়েছেন, ‘‘কাজটি ঠিক হয়নি। স্থানীয় নেতারা সিদ্ধান্ত নিয়ে এটি করেছেন বলে মনে করা হচ্ছে। আপাতত বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored