চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন। এরপর সেখানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে একটি চিঠি তুলে দেন। উল্লেখ্য যে, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের দূত নির্বাচনে উদ্যোগী হন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী সরকারী ভাবে নিয়োগপত্র দেবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এই দায়িত্ব পালনের জন্য রাজ্যের কোনো অর্থ নেবেন না। প্রথম বার মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানান। কিন্তু এবার শাহরুখ খানকে সরিয়ে তাঁকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনো অবধি সরকারী ভাবে কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় মাদ্রিদ গিয়েছিলেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন যে, ‘‘মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন।” তাই এদিন বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে স্পেনের ঘোষণা নিয়ে নতুন করে কিছু বলেননি।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে নিজের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন জানান, ‘‘আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। এরকম খুব কম হয় যে দিদি এসএমএসের জবাব দিতে দেরী করেন।’’ পাশাপাশি রাজ্যের শিল্প নিয়ে বলেন যে, ‘‘রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরী হয়েছে। আপনারা আসুন।’’
Sponsored Ads
Display Your Ads Here