দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচীতে অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানোয়ার বলে কটাক্ষ করলেন।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এতো বড়ো নির্লজ্জ যে নিজের বৌ টাকে ফাঁসিয়ে রেখেছে। লালার কাছ থেকে বউয়ের অ্যাকাউন্টে টাকা রেখেছে। আর এখন ওঁর বউ শ্রীঘরে যাওয়ার অপেক্ষায় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জানোয়ার। ওঁর জন্যই বাংলার এতো ক্ষতি হয়েছে। তিনি আরো বললেন, “তুমি আমার ঘরে হামলা করেছিলে আর এখন সিবিআই তোমার ঘরে কড়া নাড়ছে”।
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে এক হাত দেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “তৃণমূলের গুন্ডা বাহিনী যে বিজেপির ১৩৫ জন কর্মীকে খুন করেছে আমরা সেগুলো ভুলে যাইনি ২০২১ সালে বদলা হবে ও বদলও হবে।
খেলা হবে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, “খেলা অবশ্যই হবে পঞ্চায়েত নির্বাচনে। যে তৃণমূল নেতারা ভোট করতে দেয়নি সেই সমস্ত তৃণমূল নেতারা ২০২১ সালে বুথে যাবে এবং সেখান থেকে খাটিয়ায় করে বাড়িতে ফিরবে বলে তিনি হুঁশিয়ারিও দেন”।