নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকারী নির্দেশ অনুযায়ী একের পর এক পর্যটনস্থলের পাশাপাশি এবার বীরভূমের শান্তিনিকেতনের অন্যতম পর্যটন সোনাঝুরি হাটও বন্ধ হয়ে গেল। আগামী ১৫ ই জানুয়ারী অবধি সোনাঝুরি হাট বন্ধ থাকবে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা একধাপে প্রায় পাঁচ গুণ বেশী বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র বোলপুর মহকুমা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ জন। ফলে প্রশাসনের উদ্যোগে বীরভূমের সমস্ত পিকনিক স্পটগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।
শীতের মরসুমে কম খরচে বীরভূমের অন্যতম পর্যটনকেন্দ্র শান্তিনিকেতন। কিন্তু ক্রমাগত করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় এই সোনাঝুরি হাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী নির্দেশিকা দেওয়া হলে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে।