রায়া দাসঃ কলকাতাঃ কলকাতার পাটুলিতে বৃদ্ধার মৃত্যু রহস্যের অবশেষে সমাধান ঘটলো। দেহ উদ্ধারের তিন দিন পর আজ ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করে জানায়, “সে মাকে গলা টিপে পুড়িয়ে খুন করেছে।” ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ছেলের নাম অভিষেক মিত্র। বিদ্যাসাগর কলোনীর বাড়িতে মায়ের সাথেই থাকত। পেশায় একটি বেসরকারী ব্যাঙ্কের অস্থায়ী কর্মী।
জানা যায়, গত বুধবার দুপুরবেলা পাটুলির বিদ্যাসাগর কলোনীর বাড়ি থেকে সত্তরোর্ধ্ব মালবিকা মিত্রের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। এছাড়া এই ঘটনার পর থেকে মালবিকা দেবীর ছেলে অভিষেকের কোনো খোঁজ না পাওয়ায় রহস্যের গন্ধ পাওয়া যায়। এদিকে এলাকাবাসীরা পুলিশ ও দমকল বিভাগকে খবর দিলে পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ঢুকে বৃদ্ধার দগ্ধ দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি ঘরের আলমারিও খোলা দেখা যায়। তখন থেকেই পুলিশের সন্দেহও ছিল, লুটপাটের উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে। ওই সময় অভিষেকের মোবাইল বন্ধ থাকায় পুলিশের সন্দেহ আরো বৃদ্ধি পেয়েছিল। আর এই রহস্যের কিনারা খুঁজতে থাকেন। শেষমেশ এদিন অভিষেক থানায় এসে আত্মসমর্পণ করে জানায়, “সচ্ছল জীবনযাপনের জন্য টাকার দরকার ছিল। তাই টাকার লোভেই মাকে খুন করেছে।” এরপরেই পুলিশ অভিযুক্ত অভিষেককে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here