মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার অশোকনগর থানা এলাকায় অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন জামাইবাবু। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ২৭ নভেম্বর অশোকনগর থানায় এক মহিলা গিয়েছিলেন নিখোঁজ ডায়েরি করতে। তিনি জানান, বিগত কিছু দিন ধরে তাঁর ছোট মেয়ের খোঁজ পাচ্ছেন না। অভিযুক্তকে হাবড়া থেকে পাকড়াও করেছে পুলিশ।
আত্মীয় ও বন্ধুবান্ধবের কাছে খোঁজ নিয়েছেন। কেউ মেয়ের হদিস দিতে পারেননি। এর বেশ কিছু দিন পর মেয়েটির খোঁজ পাওয়া যায়। নিজেই বাড়ি ফিরে গিয়েছিল সে। ঘটনাক্রমে মেয়েকে নিয়ে আবার থানায় যান মা। দায়ের হয় এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ। সম্প্রতি মেয়েটিকে আদালতে হাজির করানো হলে বিস্ফোরক অভিযোগ করে সে। দিদির স্বামীর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ জানায়। সে বলেছে, দিনের পর দিন তাকে বিভিন্ন জায়গায় যৌন হেনস্থা করেছেন জামাইবাবু।
এক বার তাকে দিঘা বেড়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে অত্যাচারের শুরু। তার পরে হাবরায় একটি ভাড়াবাড়িতে আটকে রাখা হয়েছিল তাকে। ভয় দেখিয়ে দিনের পর দিন তার উপর অত্যাচার চালিয়ে গিয়েছেন দিদির স্বামী। অন্য দিকে, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তাঁকে মানিকতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে বারাসত জেলা আদালতে হাজির করায় তারা।
Sponsored Ads
Display Your Ads Here