নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে পুলিশ জামাইকে গ্রেফতার করেছিল। কিন্তু জেল খেটে ফিরে এসে ওই ব্যক্তি আবারও ওই একই কাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ সেই ঘটনায় সুমনবাবুকে গ্রেফতার করে। এরপর কয়েক মাস জেল খাটার পর ফিরে এসে আজ সকালে আবার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করতে যান।
সেই সময় প্রতিবেশীরা সুমনবাবুকে হাতেনাতে পাকড়াও করে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ সুমনবাবুকে গ্রেফতার করেছেন। কিন্তু তিনি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে ঠিক কি কারণে সুমনবাবু বার বার এই একই কাণ্ড ঘটাচ্ছেন তা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন।