চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু যারা ব্রিটেন থেকে বিমানে করে আসছেন তাদের বেশী ওমিক্রন ধরা পড়েছে। তাই তাদের টেস্ট করতে হবে। তবে পরিস্থিতি পর্যালোচনা না করে এখনই লকডাউনের কোনো পরিকল্পনা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর যথেষ্ট চাপ সৃষ্টি হবে। কোভিড তো প্রায় ছয় থেকে আট মাস ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
তাই অনেক জায়গায় কোভিড হাসপালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এই ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে। এছাড়া লোকাল ট্রেন ও স্কুল-কলেজ বন্ধ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’’।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে বর্ষ বিদায় এবং বর্ষবরণের উৎসবের প্রসঙ্গে জানিয়েছেন যে, ‘‘আমরা বর্ষবরণের পরিস্থিতির উপর নজর রাখছি। কিন্তু প্রত্যেককে কোভিডের সমস্তরকম বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করছি’’।
Sponsored Ads
Display Your Ads Here