অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ফের গোটা রাজ্য জুড়ে চলছে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচী। তিলোত্তমার বিচারের দাবীতে দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে। ছোটো থেকে বড়ো, নারী থেকে পুরুষ সকলে মিলে পথে নেমেছে। আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তাই আজ সন্ধ্যা থেকেই গানে-কবিতায়-শ্লোগানে পুরো পথ মুখরিত হয়ে ওঠে। এদিকে উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আর জি কর হাসপাতাল অবধি মানববন্ধন চলছে।
প্রায় চোদ্দ কিলোমিটার পথ জুড়ে এই মানববন্ধন চলছে। দীর্ঘ পথ হাতে হাত রেখে নারী-পুরুষ নির্বিশেষে দাঁড়িয়ে আছে। বহু প্রবীণ নাগরিকও রয়েছেন। পানিহাটি থেকে ডানলপ হয়ে সিঁথির মোড়েও যেমন একই ছবি। ঠিক তেমনি আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে অথবা মোমবাতি হাতে প্রতিবাদ জানান। আবার অনেকে রাস্তায় রঙতুলি দিয়ে এঁকে প্রতিবাদের ভাষা জানাতে থাকে। প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের কথায়, “আমরা সকলে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। দ্রুত বিচার হোক সেটাই চাই। তবে আমরা বিশ্বাস রাখছি সোমবার কোনো দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here