Indian Prime Time
True News only ....

ভলেন্টিয়ার শিক্ষক হতে নারাজ চাকরীহারাদের একাংশ

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প পথের কথা বলেছেন। আর তাদের ভলান্টিয়ারি সার্ভিস দিতেও আবেদন জানিয়েছেন। তবে চাকরীহারারা কোনোরকম ভলান্টিয়ারি সার্ভিস নিতে রাজি নন।

এদিন, চাকরীহারা এক জন শিক্ষিকা জানান, “মোটেই না। উনি ভলেন্টিয়ার সার্ভিস কথাটা একটা প্রশ্নবোধকে রেখে গিয়েছেন। যেহেতু এই কেস সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই কারণে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নন। তবে আমরা আশ্বস্ত হয়েছি যে, কোনো যোগ্য শিক্ষকের চাকরী যাবে না।” আরো এক জন চাকরীহারা শিক্ষক বলেন, “এটা তো শুধু টাকার বিষয় নয়। আমাদের সম্মানের বিষয় জড়িয়ে আছে। আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বের হতে পারব না।”

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বলেছেন, “আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি। যাতে এই যোগ্য শিক্ষকদের চাকরী কোনো ভাবেই না যায়। আপনাদের তো কেউ টারমিনেট করেছে? আপনি আপানাদের কাজ করুন না, কে বারণ করেছে? ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু চলতেই পারে আটকাবে কিভাবে?” মূলত শিক্ষক মহলের একাংশ এই ভলেন্টিয়ারি সার্ভিস নিতেই ইচ্ছুক নন।

Get real time updates directly on you device, subscribe now.