নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের নডিয়াদ শহরে চলন্ত ট্রাক থেকে চাকা খুলে এসে তিন মাসের এক ঘুমন্ত খুদেকে একেবারে পিষে দিল। আর শিশুর মা-বাবা কাছেই একটি নির্মীয়মাণ বহুতলে দিনমজুরের কাজ করছিল। কিন্তু তাদের চোখের সামনেই শিশুটির মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, ওই দম্পতি কাজ করার সময় সন্তানকে ফুটপাথের উপর বিছানা করে শুইয়ে রেখেছিল। এদিকে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ট্রাকে ঝাঁকুনি হতেই ট্রাকের পিছনে রাখা অতিরিক্ত চাকাগুলি থেকে হঠাৎ একটি চাকা খুলে ছিটকে বেরিয়ে আসে। আর ওই বিশাল চাকা গড়িয়ে গড়িয়ে ফুটপাথে গিয়ে শিশুটিকে পিষে দেয়। তবে ওই দম্পতি চাকাটিকে আটকাতে গিয়েছিলেন। তবে সময়মতো পৌঁছাতে পারেনি। এরপর গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পাশাপাশি তার পরিবার ট্রাকচালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। আর অতিরিক্ত চাকাগুলি সঠিক ভাবে রাখা ছিল না বলে অভিযোগ তোলে। পুলিশ ট্রাক চালকের বিরুদ্ধে অবহেলায় মৃত্যু সংক্রান্ত ধারা প্রয়োগ করেছে। যদিও এখনো অবধি শিশুটির পরিবারের জন্য কোনোরকম ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। এই ঘটনার পর নির্মাণস্থলে শিশুদের পরিচর্যার জন্য আলাদা ব্যবস্থা রাখা কতটা প্রয়োজন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরেই শিশু অধিকার সুরক্ষা সংস্থাগুলি এই বিষয় অত্যন্ত সরব। যাদের মা-বাবা নির্মাণস্থলে কাজ করতে বাধ্য হন, সেই সব শিশুর জন্য বিশেষ ব্যবস্থার দাবী তোলা হয়েছে।