অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঘূর্ণিঝড় সিত্রাং গতি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। আজ রাতেরবেলা ৯ টার আগেই সেটি আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাং প্রবল ঘূর্ণিঝড় হলে উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বড়ো ঝাপটা লাগতে পারে। কিন্তু আপাতত ঝড়ের যা মতিগতি তাতে সকালবেলা প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার উপকূলের দিকে অগ্রসর হলেও দুপুরবেলা তা প্রতি ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে বইছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিন দুপুরবেলা ৩ টে নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাং সাগরদ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। আবহবিদদের অনুমান মিললে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোরবেলাই সিত্রাং উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণাকে ছুঁয়ে বরিশালের কাছে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝ বরাবর বাংলাদেশের সীমান্ত পেরোবে।