মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার অর্ন্তগত নহাটায় পারিবারিক অশান্তির জেরে ভগ্নিপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম শুভদীপ সাহা। বয়স ৩৫ বছর।
স্থানীয় সূত্রে খবর, গতকাল শুভদীপের স্ত্রী জ্যোতি বাপের বাড়িতে এসেছিল। কিন্তু জ্যোতির ভাই তার কাছে এসে অভিযোগ করেন যে, ভগ্নিপতি তার সম্পর্কে কুকথা বলেছেন। এরপর জ্যোতি শুভদীপকে ফোন করে বাড়িতে ডাকে। শুভদীপ বাড়িতে এলে শ্যালকের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে, সে পর্যায়ে ছুরি নিয়ে শুভদীপের উপরে ঝাঁপিয়ে পড়ে।
এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গোপালনগর থানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বাবা ও দিদি তার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর থেকেই ওই যুবক চম্পট দিয়েছে। যদিও পুলিশ পুরো বিষয়টি দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে।