অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শুরু হবে যাবে SIR

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) অর্থাৎ নিবিড় পরিমার্জন হবে। নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে প্রস্তুত থাকতে বলেছে। জানানো হয়েছে, আর মাত্র ন’দিনের মধ্যে রাজ্যের সিইও দফতরগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকেই এমন নির্দেশ দিয়েছে কমিশনের দিল্লির-কর্তারা।

স্পষ্ট জানানো হয়েছে, ১০-১৫ দিনের মধ্যে রাজ্য ধরে ধরে হবে SIR। প্রস্তুতির সুবিধার্থে ৩০ সেপ্টেম্বরের একটি ডেডলাইনও বেঁধে দিয়েছে তারা। এই কাজের জন্য সিইও-দের গতবারের পরিমার্জনের পর তৈরি হওয়া ভোটার তালিকাও প্রকাশ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তারা এও জানিয়েছে, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে শুরু হবে যাবে পরিমার্জনের কাজ। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শেষ SIR-র ভিত্তিতে তৈরি ভোটার তালিকা প্রকাশের কাজ শেষ করে ফেলেছে।যারা এখনও এই কাজ সম্পন্ন করতে পারেননি, তাদেরকেই তড়িঘড়ি প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন কমিশনের দিল্লির-কর্তারা। নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, বেশির ভাগ রাজ্যেই SIR হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। বাংলাতেও হয়েছিল ২০০২ সালে। বিহারে ২০০৩ সালে।

তবে উত্তরাখণ্ড এবং দিল্লির মতো বেশ কয়েকটি রাজ্যে শেষবার SIR হয়েছিল ২০০৬ এবং ২০০৮ সালে। সম্প্রতি, নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ মিটিয়েছে কমিশন। যা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। পড়শি রাজ্যে SIR-র পর একটি খসড়া তালিকা প্রকাশ করেছে সে রাজ্যে সিইও দফতর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পয়লা অক্টোবর। তাতে যেন কোনও ভুল না থাকে, সেই নিয়ে আগে কমিশনকে সমঝে দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও, বেশ কিছু নিয়ম-নীতি চাপিয়েছে তারা। যার মধ্যে অন্যতম ১২ তম নথি হিসাবে আধার কার্ডকে গুরুত্ব প্রদান। এই নিয়ে চূড়ান্ত শুনানি হবে ৭ই অক্টোবর। তার আগে SIR নিয়ে বড় ঘোষণার সম্ভবনা রয়েছে কমিশনের দিক থেকেও।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930