নিজস্ব সংবাদদাতাঃ আজ ভোরবেলা ভারত-বাংলাদেশ সীমান্তে হাকিমপুর এলাকায় সোনাই নদী থেকে প্রচুর পরিমাণ রূপোর গহনা উদ্ধার হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তল্লাশির সময় নদী থেকে ব্যাগভর্তি রূপোর গহনা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২১ কেজি। এর বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
Sponsored Ads
Display Your Ads Here
পাচারকারীদের এই গহনাগুলি মূলত বাংলাদেশে পাচার করাই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির খবর পেতেই ব্যাগ ভর্তি রূপার গহনা ফেলে ওই পাচারকারীরা পালিয়ে যায়। আপাতত সেই গহনাগুলি উদ্ধার করে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সীমান্তরক্ষী বাহিনীরা প্রাথমিক ভাবে অনুমান করেছে যে এই ঘটনার পিছনে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে। ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনী এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here