নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ বাঙালী মানেই ভ্রমণপ্রিয়। তাই ছুটির ফাঁকে ঘুরতে যাওয়াও একটা নেশা হয়ে ওঠে। আজ সকাল থেকেই উত্তর-পূর্ব সিকিমের অধিকাংশ এলাকা বরফে ঢাকা পড়েছে। ছাঙ্গু লেক থেকে পূর্ব সিকিমের নাথুলার মতো জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির রাস্তায় বরফ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
জানা গিয়েছে, ইতিমধ্যে ইয়ুমথাং, জিরো পয়েন্ট, গুরুদংমার লেকের মতো উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন স্থানগুলি বরফের সাদা চাদরে ঢাকা পড়ে গিয়েছে। কয়েকদিন পূর্ব সিকিমের ছাঙ্গু, রুমটেক, তাশি ভিউ পয়েন্টের মতো ট্যুরিস্ট স্পটগুলিতে তুষারপাত হবে। ফলে যারা মার্চ-এপ্রিলের তীব্র গরম এড়াতে সিকিম বেড়াতে গিয়েছে, এই মুহূর্তে তারা চুটিয়ে তুষারপাত উপভোগ করছেন।
Sponsored Ads
Display Your Ads Here