ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার নিউ জার্সিতে ব্যস্ত শহরের মাঝে হাডসন রিভারে আস্ত একটা হেলিকপ্টার ভেঙে পড়ে। ভেঙে পড়ার আগের মুহূর্তে হেলিকপ্টারটি আকাশে অনিয়ন্ত্রিত অবস্থায় পাক খাচ্ছিল। এই ঘটনায় স্পেনের শিল্পপতি সিয়েমেনের প্রেসিডেন্ট তথা সিইও অগাস্টিন এস্কোবারের মৃত্যু হয়েছে। আর তাঁর স্ত্রী ও ৩ সন্তানও শেষ হয়ে গিয়েছে। এছাড়া নিহতদের মধ্যে কপ্টারের চালকও রয়েছেন। অর্থাৎ এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ৬ জন।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় বিকেল ৩টে ১৭ মিনিট নাগাদ নিউ জার্সির উপকূলের কাছে হোবোকেনের পিয়ার এ পার্ক থেকে হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে তাঁদের কাছে একের পর এক ফোন আসতে থাকে। যখন উদ্ধারকারীরা প্রথম পৌঁছান, তখন পুলিশ চার জনকে জল থেকে বের করে আনেন। পরে এফডিএনওয়াই বাকি দু’জনকে উদ্ধার করেন। এর মধ্যে চার জন ঘটনাস্থলে মারা গেলেও দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যালে এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে পোস্ট করে লিখেছেন, ‘‘হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। দেখে মনে হচ্ছে ছয় জন। পাইলট, দুই প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু, আর আমাদের সাথে নেই। দুর্ঘটনার ফুটেজ ভয়াবহ। ঈশ্বর নিহতদের পরিবার ও বন্ধুদের পাশে থাকুন। পরিবহন সচিব, শন ডাফি এবং কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ঠিক কি ঘটেছে ও কিভাবে ঘটেছে তা শীঘ্রই ঘোষণা করা হবে!’’
Sponsored Ads
Display Your Ads Here
FlightRadar24 অনুযায়ী, ভেঙে পড়া হেলিকপ্টারটি বেল 206L-4 লংরেঞ্জার IV নামে শনাক্ত করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড অনুসারে, এটি ২০০৪ সালে তৈরী হয়েছিল আর ২০১৬ সালে তার উড়ানের যোগ্যতার শংসাপত্র জারি করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here