নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ এবার দার্জিলিংয়ের চিড়িয়াখানায় আসছে সাইবেরিয়ান টাইগার। গতকাল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একাধিক কর্মসূচীর উদ্বোধনে এমনই একাধিক নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক দু’টি ব্যাটারি চালিত গাড়ি উদ্বোধনের পাশাপাশি হগ ডিয়ার ও ভারতীয় কৃষ্ণসার হরিণের এনক্লোজার উদ্বোধন করেন। বেঙ্গল সাফারির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ‘‘উত্তরবঙ্গের অভয়ারণ্যকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা রয়েছে৷ যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপের সাইপ্রাস থেকে আসা দু’টি সাইবেরিয়ান টাইগার।’’
Sponsored Ads
Display Your Ads Here
বেঙ্গল সাফারি পার্কের পরিকাঠামো নিয়ে এও বলেন যে, ‘‘নিরাপত্তা ব্যবস্থায় আরো জোর দেওয়া হচ্ছে। বেঙ্গল সাফারি পার্কে বাঘ-সিংহের পাশাপাশি জেব্রা, হিপো এবং জিরাফ নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এরপর কার্শিয়াংয়ের ডাওহিল পরিদর্শন করার পর বলেছেন, ‘‘ডাওহিলে ইকো-ট্যুরিজম ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার জন্য পর্যটন দফতরের সঙ্গে আলোচনা হচ্ছে। এছাড়া কার্শিয়াংয়ের ডাওহিলে এমন পাখি রয়েছে যেগুলি বিদেশ থেকে আসে। এখানে তা দেখতেও পর্যটকেরা ভিড় জমাবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here