মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিজেপির ডাকা বারো ঘন্টার বনধে্ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে বিজেপিরই দুই নেতার গাড়িতে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরই আহতদের প্রথমে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন, ‘‘রবি সিংহ নামে দলের এক জন কর্মী এবং প্রিয়াঙ্কু পাণ্ডে নামে এক জন নেতা আমার বাড়ি আসছিলেন। কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘোষপাড়া মোড়ের কাছে গাড়ি আটকায়। এরপর অন্তত ছ’রাউন্ড গুলি চালানো হলে রবি সিং এবং প্রিয়াঙ্কু পাণ্ডে সহ গাড়ির চালক আহত হয়েছেন। আর চালকের কপাল ঘেঁষে গুলি বেরিয়েছে। এমনকি সাত-আটটা বোমা পড়েছে। এখনো গাড়িতে রক্ত লেগে আছে। তবে পুলিশ তা সত্ত্বেও কিছু করেনি। পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাসা দেখছে।’’
Sponsored Ads
Display Your Ads Here