অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মহালয়া এসে যাওয়া মানেই শহর জুড়ে উৎসবের বাতাবরণ তৈরী হওয়া। কিন্তু আজ সেই আমেজের মধ্যেই ভরদুপুরে কলকাতার চারু মার্কেটের একটি জিমে গুলি চললো। দুষ্কৃতীরা একটি জিমে ঢুকে জিমের মালিককে নিশানা করে গুলি চালালো। তবে ঘটনার সময় মালিক জিমে উপস্থিত ছিলেন না। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আচমকা দু’জন রেইনকোট পরিহিত অবস্থায় এলাকার একটি আবাসনের নীচে থাকা জিমে হাজির হন। ওই সময় জিম চলছিল। এরপর মালিকের খোঁজ করতে থাকে। পরে পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে ফিরে যান। এদিকে, চারু মার্কেট থানা থেকে মাত্র ২৮০ মিটারের মধ্যেই এই জিম রয়েছে। পুলিশ খবর পেয়েই বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আর তদন্ত শুরু করেছে। কিন্তু নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। আর এত অস্ত্রই বা কোথা থেকে আসছে? এলাকাবাসী সেই প্রশ্নও তুলছেন৷