রায়া দাসঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা সেভেন ট্যাঙ্ক এলাকায় এক ব্যক্তির সাথে অটোচালকের বচসাকে কেন্দ্র করে গুলি চলে। অভিযোগ, “ওই ব্যক্তি বাড়ির সামনে রাখা অটোকে সরাতে বললে গন্ডগোল শুরু হয়। এরপর অটোচালক পকেট থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালিয়ে দেন।” এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্তে নেমেছে। অটোচালকের কাছে বন্দুক কোথা থেকে এসেছে? তিনি কোনো গ্যাং-এর সাথে জড়িত কিনা, তাও দেখা হচ্ছে।

এদিকে, কিছুদিন আগেই বরানগরে বিকাশ মজুমদার নামে এক জন বাসের কনডাক্টরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার সময় বিকাশবাবু বরানগর বাস ডিপোতেই ছিলেন। তখনই দু’জন যুবক অভিযোগ বাইকে করে এসে গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে।

তবে পুলিশ ওই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকেই আটক করেছে। পুলিশ জানিয়েছে, “এই ঘটনার পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।” তারও আগে বরানগরে এক জন স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সিঁথি, বরানগর ওই চত্বরে পরপর এই ধরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এলাকাবাসীরাও অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ।
Sponsored Ads
Display Your Ads Here









