Indian Prime Time
True News only ....

ফের মণিপুরে চলল গুলি, আর নিখোঁজ ৪ জন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ কয়েক দিনের শান্তির পর আবার মণিপুর উত্তপ্ত হয়ে উঠলো। রাজ্যের বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর জেলার সীমানা এলাকার কুমবি বিধানসভা কেন্দ্রে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এই ঘটনার জেরে নিখোঁজ ৪ জন।

সূত্রের খবর, এক দল দুষ্কৃতী বুধবার বিষ্ণুপুরের হাওতাক গ্রামে হানা দেয়। গ্রামের বাসিন্দাদের মধ্যে একশো জন মহিলা এবং শিশু নিরাপত্তার কারণে গ্রাম ছাড়েন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। কিন্তু তাও গোলাগুলি থামেনি। তখন দারা সিংহ, আনন্দ সিংহ, রোমেন সিংহ ও ইবোমচা সিংহ নামে ওই চার জন কাছের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অনেকের আশঙ্কা, দারা, আনন্দ, রোমেন এবং ইবোমচা দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলেন। উল্লেখ্য, ভারত সরকার মণিপুরের কুকি ও জোমিদের জনজাতি মর্যাদা পুর্নবিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সম্পাদক মহেশ্বর থৌনঞ্জাম কেন্দ্রের কাছে চিন-কুকিদের দেশের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, তফশিলী জনজাতির (এসটি) তালিকা অন্তর্ভুক্ত করা রাজ্যের সুপারিশক্রমে হয়। তাই কুকিদের তালিকায় রাখা না রাখার বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্যের মতামত চেয়েছে। প্রসঙ্গত, আট মাস আগে ‘তফশিলী তকমা’ ঘিরে মতবিরোধের জেরে মেইতেই-কুকি সঙ্ঘাত ছড়িয়েছিল। যা থেকে রাজ্য জুড়ে হিংসার সূত্রপাত হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পদক্ষেপে নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে।

 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored