মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা বারাসাতের আমডাঙার বোদাই গ্রামে জামাইয়ের হাতে খুন হলেন শাশুড়ি। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম সন্ধ্যা কাহার।
জানা গিয়েছে, ভোরবেলা সন্ধ্যাদেবী কাজের তাগিদে বেরিয়েছিলেন। এরপর রাস্তার মধ্যে সামনে ছোটো জামাই পলাশ কাহার এসে মুখ চেপে নিজের দাদার বাড়িতে নিয়ে গিয়ে পরপর বেশ কয়েকবার ধারালো অস্ত্রের কোপ মারে। তারপর ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতিবেশীদের অভিযোগ, পলাশ তার শালার থেকে টাকা নিয়ে জমি কিনে বাড়ি করে। কিন্তু সেই টাকা কিছুতেই ফেরত না দেওয়ায় পারিবারিক বিবাদ চলছিল। পলাশের সন্দেহ ছিল যে তার শাশুড়ি নিজের মেয়েকে তার বিরুদ্ধে উস্কানিমূলক পরামর্শ দিচ্ছে। তাই শাশুড়ির উপর আক্রোশ ছিল। আর সেই আক্রোশ থেকেই খুন করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতার মেয়ে অনিতা জানিয়েছেন, “তার স্বামীই মাকে কুপিয়ে খুন করে বারাসাত হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করলে পলাশ হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায়”।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতের পরিবারের তরফ থেকে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।