নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলের ভোটের প্রচার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আইন মন্ত্রী মলয় ঘটক জানান, ‘‘সব ঠিকঠাক থাকলে আগামী ২০ শে মার্চ থেকে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচার শুরু করতে পারেন। ১২ ই এপ্রিল ভোটের কথা মাথায় রেখে প্রচার চালানো হচ্ছে’’।
এই বারের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা তৃণমূল প্রার্থী হয়েছেন। গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে লোকসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অন্য দিকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘোষণার পরেই আসানসোলের কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন। সাতটি বিধানসভা এলাকায় কাউন্সিলর থেকে শুরু করে ব্লক সভাপতিরা দেওয়াল লিখন সহ পোস্টার হোডিং লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। নাম ঘোষণার পরই শত্রুঘ্ন সিনহা মলয় ঘটকের সাথে যোগাযোগ করেছিলেন। এদিকে সেই সূত্রে সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচার করতে আসতে পারেন।
শত্রুঘ্ন সিনহাকে স্বাগত জানাতে তৃণমূল নেতৃত্ব বিশেষ পরিকল্পনা করেছে। এছাড়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আসানসোল উপনির্বাচনে প্রার্থী হিসেবে পার্থ মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন। কিন্তু এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।
Sponsored Ads
Display Your Ads Here
পাঁচটি রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দেবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।