চয়ন রায়ঃ কলকাতাঃ সিভিক পুলিশ থেকে একটি প্রোমোটিং সংস্থার ডিরেক্টর হয়ে গিয়েছিলেন নিলয় মালিক। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তবে এই প্রোমোটিং সংস্থার আরেক অংশীদার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেতা (অধুনা বহিষ্কৃত) প্রিয়াঙ্কা ছিলেন। কিন্তু হঠাৎ প্রিয়াঙ্কার সংস্থা থেকে নিলয়ের নাম সরে যায়।
আজ নিলয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে সমস্ত নথিপত্র হাতে উপস্থিত হলেন। ইডি সূত্রে খবর, এর আগে গত ১৮ ই মার্চ তাকে বলাগড়ে শান্তনুর রিসর্টে ডেকেও সম্পত্তি সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক সময় শান্তনু নিলয়ের নামে একটি গাড়ি সহ সম্পত্তি কিনেছিলেন। সে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আবার ডেকে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে নিলয় দাবী করেছেন, “শান্তনুর নিজের একটি ধাবা রয়েছে। নিলয়ও একটি ধাবা খুলেছেন। অতীতে শান্তনুর সাথে সুসম্পর্ক থাকলেও গত দেড় বছর ধরে এই ধাবাকে কেন্দ্র করে দূরত্ব তৈরী হয়েছে। তবে সম্প্রতি নিলয় সিভিক পুলিশের চাকরী ছেড়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here