রায়া দাসঃ কলকাতাঃ আজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ড করেছে। আপাতত দু’বছরের জন্য রেজিস্ট্রেশন সাসপেন্ড করা থাকবে। ফলে চিকিৎসক হিসেবে ওই দু’বছর কোনো প্র্যাকটিস করতে পারবেন না।


শান্তনু সেনের বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগ উঠেছে। অভিযোগে উঠে এসেছে, “তিনি বিদেশী ডিগ্রী ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন।” অতএব ওই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। আর এদিন বিদেশী ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানিয়েছেন। সুতরাং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্র ব্যবহারের অভিযোগ ওঠে।

তবে অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবী করেন, “কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তলব করেছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। মেডিকেল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে। এফআরসিপি ডিগ্রী সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।” শান্তনু সেন মেডিকেল কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য দশ হাজার টাকা জমা করেছেন। সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলের এক চিকিৎসক নেতা নির্মল মাজি এই প্রসঙ্গে জানান, “শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাঁকে আক্রমণ করছেন, তিনি আমাদের সবার নেতা।”
Sponsored Ads
Display Your Ads Here












