নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ এবার শালিমার-সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত হলো। আজ সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড়োসড়ো দুর্ঘটনা ঘটার আগেই যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
রেলের তরফে জানানো হয়েছে, শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই চালক সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকার জেরে বড়ো ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই দুর্ঘটনার পরই যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে বের করে আনা হয়। আর তাদের উদ্ধার করে সম্বলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল ভালোভাব্ব খতিয়ে দেখছেন। কিন্তু এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই দুর্ঘটনার জন্য সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। তাতে যাত্রীদের যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here